শনিবার, মে ১০, ২০২৫

রাজবাড়ীতে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীকে গুলি করে হত্যা

spot_imgspot_img

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের রাজবাড়ী সদর উপজেলার বালিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা ৯ বছর চেয়ারম্যান আব্দুল লতিফকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবারও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

জানা গেছে, গতকাল মধ্যরাতে রাজবাড়ী শহর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, আব্দুল লতিফ টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তার জনপ্রিয়তা দেখেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img