বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্কের নতুন অর্থমন্ত্রী নুরুদ্দীন নেবাতি

তুরস্কের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নুরুদ্দিন নেবাতিকে। যিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, লুতফি ইলভানের পদত্যাগের পর নুরুদ্দিন নেবাতিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তুরস্ক কম সুদহারভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের আগে ইলভান পদত্যাগ করলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আশা করছেন, এ মডেলে উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে।

৫৭ বছর বয়সি নেবাতি আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন।

নেবাতি এক টুইটে বলেন, ‘’ও আমার আল্লাহ, আমার জন্য দায়িত্ব পালন সহজ করে দাও, কঠিন করে দিও না। হে আল্লাহ, ফল যেন ভালো আসে। আমাদের কাজে সফলতা দিন। হে আল্লাহ, আমাকে ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের যোগ্যতা দিন।”

spot_img
spot_img

এই বিভাগের

spot_img