মানবজাতির একটি উত্তম ভবিষ্যতের জন্য, অবরুদ্ধ গাজ্জা উপত্যকার নিরিহ নারী ও শিশুদের হত্যার বিরুদ্ধে বিশ্বের ‘সকল দেশ ও প্রতিষ্ঠানগুলোকে’ একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
রবিবার (৩১ ডিসেম্বর) নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
এরদোগান বলেন, “আমরা মানব জাতির জন্য একটি উত্তম ভবিষ্যৎ আশা করি। আর তাই তথাকথিত গণতান্ত্রিক ও স্বাধীনতায় বিশ্বাসী দেশগুলোর গাজ্জায় বর্বর সন্ত্রাসী মূলক কার্যক্রমকে সমর্থন জানানো বন্ধ করা উচিত।”
প্রসঙ্গত, শুধুমাত্র গাজ্জার ক্ষেত্রেই নয় বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পক্ষেও অবস্থান নিয়েছিলেন এরদোগান।
যুদ্ধের শুরু থেকেই তিনি এই সংঘাত বন্ধের জন্য একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। যার মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে পাশাপাশি জনগণ ও জাতীয় সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











