শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

কৃষি কাজে যাওয়ার পর বাংলাদেশিকে গুলি করল ভারতীয় বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহত করেছে ভারতীয়
সীমান্তরক্ষী বিএসএফ। গুলিবিদ্ধ তরিকুল ইসলাম (৪৫) উপজেলার পাড়িয়া ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের মৃত জবেদ আলীর পূত্র।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়িয়া সীমান্তে ওই কৃষক তরমুজ ক্ষেত দেখতে গেলে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।

সূত্রে জানা যায়, পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া সীমান্তে তরিকুল ইসলাম তরমুজ ক্ষেত দেখতে গেলে বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় তিনি গুলি বিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল আলম বলেন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলার তরিকুল নামে এক লোক ভর্তি হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img