রাশিয়ার কাছ থেকে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর বিষয়টি সমাধান করা হলে তুরস্ককে পুনরায় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তুরস্কে সফরকালীন সময়ে ‘সিএনএন তুর্কি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানিয়েছেন মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুলান্ড।
তিনি বলেন, “তুরস্ক যদি এস-৪০০ ইস্যুটির সমাধান করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আঙ্কারাকে এফ-৩৫ পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত হবে।”
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধ বিমান ক্রয়ের চেষ্টা করেছিল তুরস্ক। তবে ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ নামক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার কারণে এটি আঙ্কারার কাছে বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। যা মূলত ক্যাটসা নামে পরিচিত।
সূত্র: ডেইলি সাবাহ











