রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

পুতিনের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি; যা বললো আমেরিকা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে যদি ন্যাটোভুক্ত কোনো দেশ সেনা পাঠায় তা পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। পুতিনের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পুতিনের এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন। তার মতে, পরমাণু যুদ্ধের ঝুঁকির কোনো লক্ষণ নেই।

মিলার বলেছেন, ‌এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার পুতিন এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন। পরমাণু অস্ত্রধারী কোনো দেশের নেতার কথা বলার ধরন এমন হতে পারে না।

মিলার বলেন, অতীতে আমরা ব্যক্তিগতভাবে এবং সরাসরি রাশিয়ার সাথে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়াবহতা নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি।

পুতিন বৃহস্পতিবারই বলেছিলেন, রাশিয়াকে রুখতে কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠালে তাদেরকে ভয়াবহ পরিণতির কথা মাথায় রাখতে হবে। পুতিনের দাবি, পশ্চিমারা নানা কাণ্ড ঘটিয়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ