ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে ক’দিন আগে আত্মহুতি দিয়েছেন মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল। আর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার নিজেদের সামরিক পোশাকে আগুন দিয়েছেন আমেরিকার কয়েকজন সাবেক সেনা সদস্য।
অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে বুশনেল গত রোববার ওয়াশিংটন ডিসির ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেন। তার এই পদক্ষেপের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন সাবেক সেনারা গতকাল নিজেদের পোশাকে আগুন দেন। এর মধ্যদিয়ে মূলত তারা ইসরাইলের প্রতি মার্কিন সরকারের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ জানালেন।
গতকাল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ব্যক্তি একটি ট্র্যাশ ক্যানের ভেতরে পেট্রোল ঢেলে তার মধ্যে নিজেদের সামরিক পোশাক ফেলে আগুন ধরিয়ে পোড়াচ্ছেন। সেখানে অবস্থান করা লোকজনকে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান দিতে শোনা যায়। ট্র্যাশ ক্যানের ভেতরে বেশ কয়েক ব্যক্তি নিজেদের সামরিক পোশাক ফেলে পুড়িয়ে দেন। যেখানে সামরিক পোশাকে আগুন দেয়া হয় সেখানে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান সম্বলিত ব্যানার দেখতে পাওয়া যায়।
অ্যারন বুশনেল আত্মহুতি দেওয়ার আগে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান দিয়েছিলেন। সেসময় তিনি চিৎকার করে বলেছিলেন, আমাদের শাসক শ্রেণী ইসরাইলকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের জন্য স্বাভাবিক বিষয়।











