বুধবার, এপ্রিল ২, ২০২৫

গাজ্জায় বিমান হামলা চালিয়ে ৮০ জনকে শহীদ করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৩১ মার্চ) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটির প্রথম দিন রোববার ৫৩ জন নিহতকে গাজ্জার হাসপাতালে আনা হয়।

এতে আরও বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরও ৩০৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ইসরাইলি আক্রমণে মোট আহতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img