শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতের সংসদ নির্বাচনের শেষ ধাপের ভোট চলছে

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ধাপে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। সাত ধাপের মধ্যে এপর্যন্ত ছয় ধাপে ভোটগ্রহণ হয়েছে ৪৮৬ আসনে।

শনিবার সপ্তম ও শেষ ধাপে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোট। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৪ জন প্রার্থী।

উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে শেষ ধাপে ভোট হচ্ছে ১৩ আসনে। সপ্তম ধাপে ১৩ আসনে ভোট হচ্ছে পাঞ্জাবে। বিহারে ভোট ৮ আসনে। শেষ ধাপে উত্তর ও দক্ষিণ কলকাতাসহ পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে  ৯ আসনে।

উত্তর প্রদেশের বারানসি আসনে ভোট হচ্ছে আজ। ২০১৪ সালে এই আসন থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এবারও এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোদির বিপক্ষে এই আসন থেকে লড়ছেন উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ