বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসলাম অবমাননা কখনোই বাক স্বাধীনতা হতে পারে না : এরদোগান

গত বুধবার (২৮ জুন) ঈদুল আযহার দিন পুলিশী নিরাপত্তায় সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বৃহস্পতিবার (২৯ জুন) জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক বৈঠকে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, “আমরা পশ্চিমাদের এটি শিখিয়ে দিতে চাই যে মুসলিমদের অবমাননা কখনোই চিন্তার স্বাধীনতা হতে পারে না।”

তিনি আরো বলেন, পবিত্র কুরআন পোড়ানোর এসব উস্কানিমূলক ঘটনা বা হুমকির কাছে তুরস্ক কখনোই মাথা নত করবে না।

এরদোগান বলেন, “ব্যক্তি স্বাধীনতার উপর ভিত্তি করে যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডের অনুমতি দিয়ে থাকে তারা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।”

এদিকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি সুইডিশ সরকারকে এসব অপরাধীদের শাস্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও এমন নিন্দনীয় বিষয়ে ‘ওআইসি’কে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, কুরআন অবমাননার ঘটনা এমন সময়ে ঘটেছে ঠিক যখন আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে সুইডেনের ন্যাটো সদস্য পদ নিশ্চিত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ