শনিবার, মে ১০, ২০২৫

তেহরানে ইসমাইল হানিয়া শহীদ; শুরু হবে কি ফিলিস্তিন ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন

spot_imgspot_img

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে শহীদ হয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ। যার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই হত্যাকাণ্ডের ফলে দুই দেশের সম্পর্কে ভাঙ্গন ধরবেনা, বরং আরো দৃঢ় হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, “সাহসী নেতা ইসমাইল হানিয়াহের শহীদী মৃত্যুতে গোটা ইরান আজ শোকাহত। গতকাল আমি তার বিজয়ী হাত উঁচু করে ধরেছিলাম, কিন্তু আজ তার মৃতদেহ আমার কাঁধে বহন করতে হবে।”

তিনি আরো লিখেছেন, “ফিলিস্তিন ও ইরান উভয় দেশের মধ্যেকার বন্ধন আগের থেকেও আরও দৃঢ় হবে। সেই সঙ্গে নিপীড়িত জনগণকে রক্ষার জন্য প্রতিরোধ আন্দোলন আরো শক্তিশালী হবে।”

পেজেশকিয়ান আরো বলেন, “ইরান তার আঞ্চলিক অখন্ডতা, সম্মান ও মর্যাদা রক্ষা করবে। পাশাপাশি সন্ত্রাসী দখলদারদের কাপুরুষোচিত কাজের পাওনা আদায় করে ছাড়বে।”

এদিকে, শহীদ ইসমাইল হানিয়াহের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img