সোমবার | ৪ আগস্ট | ২০২৫
Newspaper Theme

Related Posts

গাজ্জায় প্রবেশ করা ত্রাণের ট্রাক লুট করছে ইসরাইল

সম্প্রতি গাজ্জায় ১০৪টি মানবিক সাহায্যের ট্রাক প্রবেশ করতে দেয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে এসব ত্রাণের বেশিরভাগই লুট করে নেওয়া হয় ইসরাইলের তত্ত্বাবধানে।

শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার সরকারি মিডিয়া অফিস।

মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল ২৯ জুলাই থেকে ট্রাকগুলির প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু দখলদাররা ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করেছে। এর ফলে যে ত্রাণ ট্রাকগুলো ছিল, সেগুলোর বেশিরভাগই লুটপাট করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্য, পরিষেবা এবং খাদ্য খাতে গাজ্জার ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক ত্রাণ সামগ্রী এবং জ্বালানি প্রয়োজন।

গাজ্জায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইল এবং তার মিত্র দেশগুলোকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, ইসরাইল পাঁচ মাসেরও বেশি সময় ধরে সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে, যার ফলে শিশুর ফর্মুলা, ওষুধ এবং মৌলিক খাদ্য সরবরাহের প্রবেশ বন্ধ রয়েছে।

বিবৃতিতে গাজ্জায় আরও বেশি ত্রাণ প্রবেশের জন্য সীমান্ত ক্রসিংগুলো অবিলম্বে এবং সম্পূর্ণরূপে খুলে দিতে ইসরাইলের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে মিডিয়া অফিস।

সূত্র: আনাদোলু

Latest Posts