ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ফলে মসজিদটিতে সালাত আদায় করতে পারছেন না কোন মুসল্লি। মসজিদের পাশাপাশি হেবরন শহরটিও তছনছ করেছে ইসরাইলি বাহিনী।
শনিবার ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা সংবাদ মাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “স্থানীয় সময় ভোর ৪ টার দিকে কোন ধরনের নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় ইব্রাহিমী মসজিদ। ঢুকতে দেওয়া হচ্ছে না কোন মুসল্লিকে। তবে ইহুদিদের জন্য মসজিদটি উন্মুক্ত রয়েছে। তাদের প্রবেশ করতে দিচ্ছে ইসরাইলি বাহিনী।”
এদিকে, মসজিদ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সেনাবাহিনী। এক টুইটার বার্তায় ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণে কিছু সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ইব্রাহিমি মসজিদ।
উল্লেখ্য, গতকাল পশ্চিম তীরের গুশ ইতজিয়ন শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় তিনজন ইসরাইলের সৈনিক। এর ঠিক কয়েক ঘন্টা পরেই মসজিদটি বন্ধ ঘোষণা করা হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর