রবিবার | ১৯ অক্টোবর | ২০২৫

চবির নারী শিক্ষার্থীকে হেনস্তার জেরে সংঘর্ষ; আইসিইউতে দুই শিক্ষার্থী

দারোয়ান কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। এ সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুই শিক্ষার্থী আইসিইউতে এবং এক শিক্ষার্থী ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত চমেক, ন্যাশনাল হাসপাতাল এবং পার্ক ভিউ হাসপাতালে ১৩৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইসিইউতে থাকা চবি শিক্ষার্থী নাইমুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই একই ঘটনায় আরও ১৪৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, ৪৩ জনকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে এবং ২৪ জনকে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত, অন্যজনের ভাস্কুলার ইনজুরি রয়েছে। এছাড়া আহতদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img