মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা গণহত্যায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে ইসরাইল

এবার ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করে গাজ্জা উপত্যকায় বর্বর হত্যাযজ্ঞ চালানো শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

রোববার (৩১ আগস্ট) উপত্যকাটিতে হামলা চালিয়ে অন্তত ৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা। এদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে প্রাণ হারান।

এদিন গাজ্জা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে দখলদার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন শহীদ ও তিনজন আহত হন। একই দিন আল-কুদস হাসপাতালের নিকটবর্তী তাঁবু এলাকায় গোলাবর্ষণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজ্জার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানান, ইসরাইলি বাহিনী আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং জোরপূর্বক সাধারণ মানুষকে তাদের বাসস্থান ত্যাগে বাধ্য করছে। গত তিন সপ্তাহে ৮০টির বেশি এমন ডিভাইস বিস্ফোরিত হয়েছে, যা তিনি ‘ভূমি পোড়ানোর নীতি’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘গাজ্জা শহর ও উত্তরাঞ্চলের প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি ধ্বংস, ক্ষুধা ও নিরাপত্তাহীনতার মধ্যেও জোরপূর্বক স্থানান্তর ও জাতিগত নিধনের নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে চলেছে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img