কাদিয়ানিদের আইনগতভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর।
তিনি বলেন, কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাস, খতমে নবুওয়াত অস্বীকার করার কারণে মুসলমান নয় বরং তারা অমুসলিম। হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে স্বীকার না করার কারণে ইসলামের বাইরে চলে গেছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মেরাজনগর মাদরাসা মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধুপুরের পীর বলেন, কাদিয়ানিদের ধর্মীয় বিশ্বাস কেবল বিভ্রান্তিকর নয়, বরং মুসলমানদের ঈমানি পরিচয়ে চরম হস্তক্ষেপ। পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।