রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

মাদরাসাতুল মারওয়াহ-এর ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

মাদরাসাতুল মারওয়াহ-এর ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

মাদরাসাতুল মারওয়াহ- এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) মারওয়াহ মিলনায়তনে এটি অনুষ্ঠান হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ বাহেলা খাতুন জামে মসজিদের খতিব ড. আল্লামা খলিলুর রহমান আজহারী।

তিনি মারওয়াহ’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল অভিভাবককে মাদরাসার প্রতি আরও আন্তরিক হওয়ার অনুরোধ জানান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ, বিশেষ অতিথি ছিলেন মারওয়াহ’র উপদেষ্টা মাওলানা কাজী আব্দুল্লাহ আল মাইমুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তামাদ্দুনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মাওলানা বাশার মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা নেওয়াজ শরিফ, মাদরাসাতুন নুর-এর পরিচালক মাওলানা আ স ম আল আমীন, মারওয়াহ’র কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মাহবুব গাজী, শিক্ষা সচিব জনাব সাজিদ আবরার, সহকারী শিক্ষা সচিব মুফতি সালমান মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর বৃহৎ এক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল মাদরাসাতুল মারওয়াহ। গত ৭ বছরে মোট ২২ জন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ সমাপ্ত করেছে, যা প্রতিষ্ঠানের জন্য বিশাল অর্জন। শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে শূন্য থেকে শুরু করে আজ প্রায় ২০০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-স্টাফ নিয়ে মারওয়াহ নিজেদের স্বাতন্ত্রতা বজায় রেখে লক্ষপানে এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ