মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।
ফরিদা আক্তার বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। এই বছর আরেকটু বেশি ইলিশ রক্ষা করা যাবে বলে আশা করছি।
তিনি, সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নিতে হবে। কোন উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়।