গাজ্জাগামী ত্রাণবাহী বেসামরিক নৌ-বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অদূরে ২০টি ইসরাইলি যুদ্ধজাহাজ সনাক্ত করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল আরোপিত অবরোধ ভাঙতে গাজ্জা অভিমুখে এগিয়ে যেতে থাকা ত্রাণবাহী বেসামরিক নৌ-বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অদূরে ২০টি ইসরাইলি যুদ্ধজাহাজ সনাক্ত করা হয়েছে।
ফ্লোটিলার ৭ থেকে ২০ নটিকাল মাইল দূরে এসব যুদ্ধজাহাজকে অবস্থান করতে দেখা গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফ্লোটিলা বহরের অন্তর্ভুক্ত আলমা জাহাজের কমান্ডার জানিয়েছেন, তারা তাদের জাহাজের নিকটে ৪টি সামুদ্রিক মাইনও সনাক্ত করেছেন।
তিনি বলেন, আমরা আমাদের জাহাজের একদম কাছে ৪টি সামুদ্রিক মাইন সনাক্ত করেছি। ইসরাইলি যুদ্ধজাহাজের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তবে তারা মাইন স্থাপনের বিষয়ে আমাদের কোনো ব্যাখ্যা দেয়নি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসরাইল আরোপিত অবরোধ ভাঙতে গাজ্জা অভিমুখে এগিয়ে যেতে থাকা ত্রাণবাহী বেসামরিক নৌ-বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে অবরুদ্ধ ও গণহত্যার শিকার অঞ্চলটির তুলনামূলক কাছে অবস্থান করছে।
বেসামরিক নৌ-বহরটির পক্ষ থেকে জানানো হয়, তারা এখন সতর্ক অবস্থায় আছেন এবং যেকোনো কিছুর জন্য প্রস্তুত আছেন।