শুক্রবার | ৩ অক্টোবর | ২০২৫

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার জলসা অনুষ্ঠিত

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম ইনআমী জলসা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুরে আরজাবাদ মিলনায়তন প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে প্রতি বছরই এ জলসার আয়োজন করে থাকে সংগঠনটি।

ইত্তেফাকের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

ইত্তেফাকের ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা-১, মারহালা (বালক ও বালিকা), হিফজ ও নাজেরা মারহালার (বালক-বালিকা) মেধাতালিকায় স্থান পাওয়া মোট ৯২৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। মোট পরিক্ষার্থী বালক: ২৯৭৬ জন এবং বালিকা: ৮৪৮ জন। বালক পাশের হার ৯৯.০৬% এবং বালিকা পাশের হার ৯৬.৪৬%। সর্বমোট পাশের হার ৯৮.৪৮%।

জলসায় মেধাতালিকায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জলসায় বক্তব্য রাখেন, আরজাবাদ মাদরাসার শিক্ষাসচিব শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, ইত্তেফাকের উপদেষ্টা ও মসজিদুল আকবর কমপ্লেক্স -এর মুহতামিম মাওলানা মুফতী দিলাওয়ার হুসাইন সাহেব, মাওলানা মুফতী আবুল বাশার নোমানী সাহেব, ইত্তেফাকের যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলি জমিদারবাড়ি মসজিদের খতিব মাওলানা হামেদ জহিরি, জামিয়া দ্বীনিয়া কল্যাণপুরের মুহতামিম হযরত মাওলানা ঈসা কাসেমি, মাওলানা আব্দুল লতিফ ফারুকি, মাওলানা ইলিয়াস হাসান কাসেমি, মুফতী ইমরান কাসেমী, মুফতী ওয়ালীউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবু হানিফ, মাওলানা রুহুল আমীন, মাওলানা নুরুল আলম, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল যাকারিয়া।

এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা খাদিমুল ইসলামের মুহতামিম মাওলানা রুহুল আমীন, মাওলানা ফখরুদ্দিন হোসাইনী, মুফতী নাছির উদ্দীন খান, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা রেজওয়ানুর রহমান, মাওলানা সাখাওয়াত প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img