বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশ ডিজিটাল হবে কেউ ভাবতে পারেনি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ডিজিটাল দুনিয়ায় ঐতিহাসিক নজির। তিনটি শিল্পবিপ্লব মিস করা বাংলাদেশ ডিজিটাল হবে কেউ ভাবতে পারেনি। এ নিয়ে অনেকে বিদ্রূপ করেছে। পৃথিবীতে চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা লাভ করার বহু আগেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় অতীতের সব পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।

সোমবার (১ নভেম্বর) রাজাধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সম্মেলন কক্ষে বিটিসিএল এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের মধ্যে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, করোনাকালে দেশের মানুষের জীবনযাত্রা সচল রাখতে ডিজিটাল সংযুক্তি সহায়তায় বাংলাদেশ তার সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও দেশের জনগণ বিটিসিএল বা টেলিটকের কাছে আরও বেশি প্রত্যাশা করে।

তিনি বলেন, ডিজিটাল পণ্য উৎপাদন-রপ্তানি ও সেবাতেও বাংলাদেশ বিস্ময়কর সফলতা অর্জন করেছে। বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, আইটিইউ-এর সদস্য পদ লাভ এবং টিএন্ডটি বোর্ড গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তা চারা গাছে পরিণত করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ