শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

মাদরাসাগুলোর কোনো সরকারি সাহায্যের প্রয়োজন নেই : মাওলানা আরশাদ মাদানী

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, পৃথিবীর কোনো বোর্ডই মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারে না, তাই মাদরাসাগুলোকে কোনো বোর্ডে যোগ দেওয়ার কোনো মানে হয় না। মাদরাসাগুলোর কোনো সরকারি সাহায্যের প্রয়োজন নেই। মাওলানা মাদানী কোনো বোর্ডের সাথে মাদরাসার সম্পৃক্ততার বিরোধিতা করেছেন।

রোববার (২৯ অক্টোবর) উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে আয়োজিত মাদরাসা পরিচালকদের সম্মেলন শেষে বক্তব্য রাখার সময়ে মাওলানা মাদানী ওই মন্তব্য করেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, ১৮৬৬ সালে যখন দারুল উলুমের ভিত্তি স্থাপিত হয় তখন সিদ্ধান্ত হয় যে, আমরা কখনই এটি পরিচালনায় সরকারের কাছ থেকে কোনো সাহায্য নেবো না এবং আজও আমরা একই অবস্থানে দাঁড়িয়ে আছি। দ্বীনি মাদরাসার খরচের ভার কওম বহন করে আসছে এবং বহন করতে থাকবে। তাই আমরা সরকারী সাহায্য চাই না। সরকারি সাহায্য ছাড়াই আমরা হিমালয়ের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকব।

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে মাদরাসাগুলতে জরিপ চালানো সম্পর্কে তিনি বলেন, মাদরাসার দরজা সবার জন্য উন্মুক্ত। যেখানে চাইলেই আসা-যাওয়া করা যায়।

তিনি আরও বলেন, মাদরাসার লোকেরাই দেশকে স্বাধীন করেছে, যারা দেশকে নিঃশর্ত ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয়, আজ মাদরাসার ওপরেই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে এবং মাদরাসাকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার নিন্দনীয় অপচেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ