দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১১৯তম দুইদিন ব্যাপী বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার (৬ ও ৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেছেন জিরি মাদরাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ।
তিনি জানান, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নদভী, পাকিস্তান সিপাহে সাহাবার সভাপতি মাওলানা ইলিয়াছ গুম্মান, পাকিস্তান পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাবেক এসেম্বলি সদস্য মাওলানা মুয়াবিয়া আজম তারিক, পাকিস্তান ইসলামাবাদ জামিয়া ফরিদিয়ার মুহতামিম মাওলানা ইয়াকুব তারিক, পাকিস্তান মারকাযে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মুহাদ্দিস মুফতী কলিমুল্লাহ হানাফীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন এ সভায় বয়ান করবেন।
আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব বার্ষিক সভা সার্বিকভাবে সফল করার জন্য দেশবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।









