শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জার পুলিশ প্রধান ও উপপ্রধানসহ ১১ জনকে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার পুলিশ প্রধান মাহমুদ সালেহ ও উপপ্রধানসহ অন্তত ১১ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

আলজাজিরা জানিয়েছে, মধ্যরাতে ইসরাইলি যুদ্ধবিমান খান ইউনিসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ হামলা চালায়। সেখানে একটি তাঁবুতে ছিলেন মাহমুদ সালেহ। এতে মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। গাজ্জার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামাস ও ইসরাইলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটল। ইসরাইল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদেরও ছাড়ছে না তারা। এতে গাজ্জার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।

সূত্র: আলজাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img