শুক্রবার | ২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী (৯ জানুয়ারি) ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদির হন্তারককে গ্রেপ্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ