শুক্রবার, মে ৯, ২০২৫

মিয়ানমারে জান্তা বাহিনীর বর্বরতায় ৪৩ শিশু নিহত

spot_imgspot_img

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৪৩ শিশু মারা গেছে। এমনটিই জানিয়েছে মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত পাঁচশতাধিক মানুষ নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী অহরহ সড়কে গুলি চালিয়ে মানুষদের হত্যা করেছে। এমনকি কিছু কিছু মানুষকে বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছে।

সেভ দ্য চিলড্রেন বলেছে, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলাকালে বিপুলসংখ্যক শিশু আহত হয়েছে। তাদের মধ্যে এক বছরের এক শিশুর চোখে বিদ্ধ হয়েছিল রাবার বুলেট। এ সহিংসতার কারণে শিশুরা ভয়, উদ্বেগ ও চাপ অনুভব করায় তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img