সুইডেনে একাধিকবার পবিত্র কুরআনে আগুন দেওয়া কুখ্যাত সালওয়ান মোমিকাকে (৩৭) নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পবিত্র কুরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছিলেন সালওয়ান। সম্প্রতি সুইডেন থেকে নরওয়েতে চলে যান তিনি। সেখানেই তার মরদেহ পাওয়া গেল।
সালওয়ান মোমিকা গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর সঙ্গে জড়িত।
গত সপ্তাহে তিনি একটি সংবাদপত্রকে বলেছিলেন যে, তিনি প্রতিবেশী নরওয়েতে আশ্রয় চেয়েছেন।
জানা গেছে, খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া সালওয়ান মোমিকা নিজেকে একজন ‘উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ’ হিসেবে বর্ণনা করতেন।











