বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ঐক্য প্রয়োজন: ডা. তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। বাকশালের বিরুদ্ধে লড়াই হয়েছে, এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে। নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি। আর সর্বশেষ জুলাই-আগস্টে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে জীবনদানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, শত শত মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমরা বলেছিলাম, নতুন বাংলাদেশ গড়বো। এক সমৃদ্ধ শান্তিময় সাম্যের বাংলাদেশ গড়বো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র ৫-৭ মাসের ব্যবধানে আমরা আবার সেই স্পিরিট, সেই জজবা ও সেই ত্যাগের মহিমান্বিত জাহাজকে ফিকে দেয়ার জন্য নিজেদের মধ্যে স্বার্থের খেলা টানাপোড়ন শুরু হয়েছে।

তিনি বলেন, আজ সবচেয়ে বড় প্রয়োজন- জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার উর্ধ্বে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।

তিনি কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসুন, স্বার্থপরতার রাজনীতি পরিত্যাগ করুন। নিজের জন্য এই চক্র ভুলে যান। নিজেরা কিভাবে থাকবে, দেশের মানুষ কিভাবে থাকবে, এ সিদ্ধান্ত আমাদের।

জামায়াত নায়েবে আমীর আরও বলেন, প্রতিবেশি দেশের কাছে আমরা মাথা নোয়াতে চাই না। সেজন্য সকল দলের এক জায়গায় এসে মহা ঐক্য গঠনের জন্য আহ্বান জানাচ্ছি। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ও ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img