চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদে নূরে হাবিব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ বায়তুল আমান জামে মসজিদের মাঠে নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর ও ঈদের আনন্দ ভাগাভাগির করার চেষ্টা করেছি।দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়।তাই বর্তমান অন্তর্ভর্তীকালীন সরকার সকলের সহযোগিতায় নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের আজিজী, নানুপুর জামিয়া ওবাইদিয়ার মুহাদ্দিস মাওলানা আনোয়ার আজহারী, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক ও জাতীয় হাফেজে কোরআন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ নাঈম আহসান তালহা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ধর্ম উপদেষ্টার এপিএস ইকরামুল হক, ইনসাফের চট্টগ্রাম প্রতিনিধি হাফেজ মাওলানা মাহবুবুল মান্নান প্রমুখ।