আগামী ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গণমিছিল করেছে সংগঠনের উত্তরা জোন।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর উত্তরা ৩ নং সেক্টর আজমপুরে আমীর কমপ্লেক্স চত্বরে হেফাজতে ইসলাম উত্তরা জোনের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়ক আল্লামা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী প্রমুখ।