শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশের নাম পরিবর্তন করতে চাইছে তুরস্ক; জানানো হয়েছে জাতিসংঘের কাছে আবেদন

নিজের নাম পরিবর্তন করতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে তুরস্ক। গতকাল (বুধবার) পাঠানো চিঠিতে তুরস্ক বলেছে, তারা এখন থেকে তার্কি বা টার্কি নামে পরিচিত হতে চায় না বরং এখন থেকে তুরস্কের নাম হবে ‘তুরকিয়ে’।

তুর্কি সরকারের কর্মকর্তারা আশা করছেন, এই পরিবর্তন বিশ্ব অঙ্গনে দেশের অবস্থানের উন্নয়ন ঘটাবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে লেখা একটি চিঠি দেখাচ্ছেন। তিনি তুরস্ককে তার্কি বা টার্কি বাদ দিয়ে এখন থেকে ‘তুরকিয়ে’ বলার জন্য জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেইন দুজারিচ নিশ্চিত করেছেন যে, জাতিসংঘ চিঠিটি পেয়েছে। শিগগিরি নাম পরিবর্তনের অনুরোধ কার্যকর করা হবে।

২০২১ সালের ডিসেম্বর মাসে নাম পরিবর্তনের জন্য তুরস্ক একটি প্রচারাভিযান শুরু করেছিল।

গত বছর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, তুরকিয়ে নামটি সুন্দরভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ