রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ সুলতান উল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থিদের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিতে এলে তা প্রত্যাখ্যান করার ঘটনা ঘটেছে।
সোমবার (২ জুলাই) দুপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
শোকের মাস চলার কারণে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি বলে দাবি করছেন উপ-উপাচার্য।
উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, এখন শোকের মাস চলছে। যে মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, সেই মাসে কারো ফুলের শুভেচ্ছা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আজকে বিএনপিপন্থি কিছু অফিসার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাঁদের সঙ্গে বৈঠক করেছি কিন্তু ফুলের তোড়া গ্রহণ করিনি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলামের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে গিয়ে নিয়োগপত্রপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন জাতীয়তাবাদী অফিসার্স পরিষদের সদস্যরা।