মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় এক দিনে আরও ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; ত্রাণ নিতে গিয়ে নিহত ৫৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এক দিনে ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৩২ জনে পৌঁছেছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৫৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। ফলে ২৭ মে থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণপ্রত্যাশীর সংখ্যা এক হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো নয় হাজার ২১৮ জন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img