রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট ঘিরে কোনও ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ৫ আগস্ট কোনও ধরনের শঙ্কা নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আওয়ামী অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করে তাহলে কোনো ধরনের ছাড় পাবে না।

সাংবাদিকদের উদ্দেশে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কতটা কষ্ট করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ—সত্য ঘটনা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।

গণমাধ্যম কি তাহলে এখন সত্য প্রকাশ করছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এ পর্যন্ত এগিয়েছে। আমি সবসময়ই বলি, আপনারা সত্য প্রচার করার কারণে বিদেশি মিডিয়াগুলোর মুখ কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু আগের মতো সরব হতে পারছে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img