আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণ নিতে সেখানখান বিদ্রৌহী আহমদ মাসুদ ও তার বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে তালেবানের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তালেবানের এক নেতার টুইটার পোস্টের বরাতে এ তথ্য জানায়।
তবে তালেবান নেতার এ দাবি যাচাই করতে পারেনি আল জাজিরা।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, টুইটারে তালেবান নেতা মোহাম্মদ জালাল লেখেন, গত রাত থেকে পাঞ্জশিরে তীব্র লড়াই চলছে। ইতোমধ্যে সরকার ডজনের বেশি চেকপয়েন্ট নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে সকালে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় একটি চেকপোস্টে আগুন জ্বলছে।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি এই পাঞ্জশির। প্রদেশটি ঐতিহাসিক এবং কৌশলগত দিক থেকে সবার কাছে গুরুত্বপূর্ণ। তালেবান যে কটি প্রদেশ নিয়ন্ত্রণ নিতে পারেনি তার মধ্যে পাঞ্জশির উল্লেখযোগ্য।











