বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ফেরি চালানোর সময় স্ত্রীর সাথেও কথা বলা যাবে না। অত্যন্ত মনোযোগ দিয়ে ফেরি চালাতে হবে। তাহলে ফেরিতে কোনো দুর্ঘটনা ঘটবে না।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে কয়েক দফায় পদ্মা সেতুর পিলার ও স্প্যানে ফেরির ধাক্কা লাগার ঘটনাকে গুরুত্ব দিয়ে তাজুল ইসলাম আরো বলেন, নাবিকরা যদি আরো দক্ষ হতো তাহলে এমন ঘটনা ঘটত না। তাই সব ফেরি নাবিক, সুকানি, মাস্টারকে নিয়ম-নীতি মেনে চলতে হবে।











