মঙ্গলবার | ২ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে মন্ত্রী ও গভর্নর পর্যায়ে রদবদল : তথ্যমন্ত্রী হলেন মাওলানা শের আহমদ হক্কানী

আফগানিস্তানের মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বোচ্চ নেতা বা আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা নির্দেশে মন্ত্রী ও গভর্নর পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, লাগমান প্রদেশের গভর্নর শাইখুল হাদীস মাওলানা শের আহমদ হক্কানীকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী করা হয়েছে। বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়েরখাকে ময়দান ওয়ারদাক প্রদেশের গভর্নর এবং ময়দান ওয়ারদাকের গভর্নর কারী মুহাম্মদ বখতিয়ার মুআযকে লাগমান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩১৩ কেন্দ্রীয় কর্পসের ডেপুটি মোল্লা মুহাম্মদ হাফিজ মুজাহিদকে ফারাহ প্রদেশের গভর্নর এবং ফারাহ প্রদেশের গভর্নর মাওলানা গওছুদ্দিন রহবরকে ৩১৩ কেন্দ্রীয় কর্পসের ডেপুটি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন, ২০৫ আল–বদর কর্পসের দ্বিতীয় পদাতিক ব্রিগেডের কমান্ডার কারী মুহাম্মদ নাসীম ইযত, যাকে জওজজান প্রদেশের ডেপুটি গভর্নর করা হয়েছে। কাবুল শহরের তৃতীয় নিরাপত্তা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হাজী শের আলী জন্দুল্লাহকে পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান এবং ২০৯ আল–ফাতহ কর্পসের প্রথম পদাতিক ব্রিগেডের কমান্ডার মোল্লা আবদুশ শাকুর বরিয়ালীকে ২০৫ আল–বদর কর্পসের দ্বিতীয় পদাতিক ব্রিগেডের কমান্ডার করা হয়েছে।

এ ছাড়া জওজজান প্রদেশের ডেপুটি গভর্নর মাওলানা নূরউদ্দীনকে ২০৯ আল–ফাতহ কর্পসের প্রথম পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান মাওলানা মুহাম্মদ ওমর মুখলিসকে কাবুল শহরের তৃতীয় নিরাপত্তা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।

spot_img

এই বিভাগের

spot_img