মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ ঘোষণা দেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রেভো লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে—অবৈধ দখলকৃত বসতি থেকে আসা পণ্যের আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা।

গাজ্জা
সহ পুরো ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তার ঘোষণার পর আরও কয়েকটি দেশ অনুরূপ পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img