গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে পর্যটনকেন্দ্র বানানোর পরিকল্পনা করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের।
রোববার (৩১ আগস্ট) মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকা কমপক্ষে ১০ বছরের জন্য মার্কিন প্রশাসনের অধীনে একটি ট্রাস্টি প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী, গাজ্জাকে পর্যটনকেন্দ্র ও হাইটেক শিল্পনগরীতে রূপ দেওয়া হবে।
এ পরিকল্পনা গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের করা এক মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সে সময় তিনি বলেছিলেন, গাজ্জার নিয়ন্ত্রণ নেবে করবে আমেরিকা, ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে এবং উপত্যকাটি পুনর্নির্মাণ করবে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার আওতায় গাজ্জার ২০ লাখের বেশি মানুষকে অন্যত্র স্থানান্তর করা হবে। তারা স্বেচ্ছায় সরে যেতে পারে অথবা উপত্যকার ভেতরে সীমিত এলাকার মধ্যে থাকতে পারে।
অন্যদিকে, পশ্চিম তীরের দখল নিতে চাইছে ইসরাইল। তিনজন ইসরাইলি কর্মকর্তার বরাতে এএফপি জানায়, ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল পশ্চিম তীরকে নিজের সঙ্গে একীভূত করবে।









