আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। আহত সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেন, ‘আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাই এই সংখ্যা ব্যাপক হারে পরিবর্তিত হতে পারে।’
তিনি বলেন, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং সড়ক বন্ধ হয়ে ছিল। সেগুলো পুনরায় চালু করা হয়েছে। বাকি রাস্তা খুব শিগগিরই খুলে দেওয়া হবে যাতে দুর্গম এলাকায়ও পৌঁছানো সম্ভব হয়।









