মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা বিক্রির জন্য নয়: আমেরিকাকে হামাসের হুশিয়ারি

গাজ্জা নিয়ে আমেরিকার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। যে পরিকল্পনায় বলা আমেরিকা গাজ্জা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া, বাসিন্দাদের উচ্ছেদ এবং এলাকা অর্থনৈতিক ও পর্যটন জোনে রূপান্তরের প্রস্তাব করেছে।

হামাস নেতা বাসেম নাঈম বলেন, এই পরিকল্পনা একেবারেই গ্রহণযোগ্য নয়। গাজ্জা বিক্রির জন্য নয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে বাসেম নাঈম ফিলিস্তিনি প্রবাদ উল্লেখ করে বলেন, ভিজিয়ে নাও আর পানি খেয়ে ফেলো, গাজ্জা বিক্রির জন্য নয়।

তিনি বলেন, গাজ্জা শুধু মানচিত্রের একটি শহর নয় বা কোনো ভুলে যাওয়া ভৌগোলিক স্থান নয়, বরং বৃহত্তর ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। হামাস ও আমাদের জনগণ এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

হামাসের আরেক কর্মকর্তা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন, হামাস আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার এবং দখলদারকে আমাদের ভূমিতে স্থায়ী করার যেকোনো ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে। এগুলো মূল্যহীন ও অন্যায্য পরিকল্পনা। হামাসকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি, বরং গণমাধ্যমের মাধ্যমেই খবরটি জানা গেছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, ৩৮ পৃষ্ঠার প্রস্তাবিত নথিতে গাজ্জার জনগণকে উপত্যকার বাইরে সরিয়ে নেওয়া অথবা তাদের নির্দিষ্ট সীমিত এলাকায় আটকে রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি গাজ্জাকে ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রেখে এটিকে একটি পর্যটন কেন্দ্র ও প্রযুক্তি হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

ওয়াশিংটন পোস্ট আরও জানায়, এই পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনার সঙ্গে সম্পৃক্ত, যেখানে তিনি গাজ্জাকে মধ্যপ্রাচ্যের রিভেরাতে রূপান্তরের ধারণা দিয়েছিলেন। প্রস্তাবিত পুনর্গঠন পর্যায়ে গাজ্জা পরিচালনার জন্য একটি তহবিল গঠন করা হবে, যার নাম গাজ্জা রিকনস্ট্রাকশন, ইকোনমিক রিকভারি, অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img