বুধবার | ৩ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়িয়েছে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ২৫১ জন এবং ৮ হাজারেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

গত রোববার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে ৫ দশমিক ২ এবং ৪ দশমিক ৫ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়।

কুনার প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান বার্তাসংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়বে। কারণ ধ্বংসস্তূপের নিচে আরও কত মরদেহ আটকে আছে— আমরা এখনও জানি না।

তিনি আরো বলেন, জরুরি উদ্ধার অভিযান সারা রাত অব্যাহত ছিল এবং দূরবর্তী গ্রামগুলোতে এখনো অনেক আহত মানুষ চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা সাধ্যমতো সর্বোচ্চ গতিতে তৎপরতা চালাচ্ছেন উল্লেখ করে এহসান বলেন, আমাদের লক্ষ্য যত শিগগির সম্ভব উদ্ধার তৎপরতা শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণের বিতরণ শুরু করা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img