মঙ্গলবার | ২ সেপ্টেম্বর | ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজশাহীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ; ১৪৪ ধারা জারি

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন। এতে মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, বুধবার কাকনহাট পৌরসভার ব্যানারে মহিষালবাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা। অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি সাতদিন আগে অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আলাদা অনুষ্ঠান করার ঘোষণা দেয়।

মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির সময় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি নিয়ে প্রস্তুতি নিলেও প্রতিপক্ষ বাধা দিয়েছে। অন্যদিকে কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার জানান, শরীফ উদ্দিনের নির্দেশে আয়োজন করা হয়েছিল এবং নতুন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, সংঘর্ষের পর পুলিশ হস্তক্ষেপ করে এবং শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, শুরুতে দুটি অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হলেও সংঘর্ষের কারণে পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

spot_img

এই বিভাগের

spot_img