শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলী যুদ্ধজাহাজের কাছাকাছি আসতেই সুমুদ নৌ-বহরের যোগাযোগ বিচ্ছিন্ন

গাজ্জা অভিমুখে এগিয়ে যেতে থাকা ত্রাণবাহী বেসামরিক নৌ-বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

বুধবার (১ অক্টোবর) ইসরাইলী যুদ্ধজাহাজের কাছাকাছি আসতেই নৌ-বহরটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর আগে ইসরাইলের নৌ-বাহিনী এই ত্রাণবাহী বেসামরিক নৌ-বহরটিকে সতর্ক বার্তা পাঠায়। যেখানে বলা হয়, গাজ্জা অভিমুখে যাত্রা না থামালে একে নির্দেশনার লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। এতে শামিল হওয়া সকলকে গ্রেফতার করা হবে।

জবাবে সুমুদ বহরের সামনের সারিতে থাকা আলমা জাহাজের ক্যাপ্টেন নির্দেশনা প্রত্যাখ্যান করেন এবং সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।

জাহাজটিতে থাকা আনাস শরীফ নামের একজন এক্টিভিস্ট আল জাজিরাকে বলেছিলেন, আমরা ইসরাইলের সতর্ক বার্তা প্রত্যাখ্যান করে এখন গাজ্জা অভিমুখে এগিয়ে যাচ্ছি। আমাদের জাহাজ ক্রমেই ইসরাইলী যুদ্ধজাহাজের কাছে চলে আসছে। জাহাজের ক্যাপ্টেন আমাদের সকলের মোবাইল জমা নিয়ে নিচ্ছেন। গাজ্জা উপকূল থেকে আমরা এখন মাত্র ৮০ মাইল দুরত্বে অবস্থান করছি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ