গাজ্জা অভিমুখে এগিয়ে যেতে থাকা ত্রাণবাহী বেসামরিক নৌ-বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়ে ১৩টি নৌকা আটক করেছে ইহুদিবদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। সেই সাথে ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা। কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে নৌবহরের বাকি নৌকাগুলো।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজ্জা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এসব নৌকায় থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।
আবু কেশেক জানান, গ্রেপ্তার ও নৌকা আটকের পরও তাদের মিশন থেমে নেই।
তিনি বলেন, “এখনও প্রায় ৩০টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজ্জার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজ্জায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।”











