ফিলিস্তিনের গাজ্জামুখী সুমুদ নৌ-বহরে হামলা ও স্বেচ্ছাসেবকসহ ১৩টি জাহাজ জব্দের পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। ফরাসি নাগরিক ফোরো নিজেও গাজ্জাগামী ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। তাকেও আটক করা হয়েছে।
বু্ধবার (১ অক্টোবর) রাতে গাজ্জাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এরপর অন্তত ১৩টি জাহাজ জব্দ করা হয়। আটক করা হয় সুইডিশ পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবককে।
নৌবহরে হামলার পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। মানবাধিকার কর্মীদের ইসরাইলের সাথে সম্পর্কিত ‘সবকিছু অবরোধ’ করার আহ্বান জানান তিনি।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় তিনি বলেন, ‘দেশটিকে (ইসরাইল) অবরুদ্ধ করুন, বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিন। আসুন ফ্লোটিলার মিশন সম্পন্ন করি; অবরোধের অবসান ঘটাই, গাজ্জায় গণহত্যা বন্ধ করুন!’











