শুক্রবার | ৩ অক্টোবর | ২০২৫

ইসরাইলের বাধা; গাজ্জায় পৌছাবে না সুমুদ নৌ-বহরের কোনো নৌযান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জাগামী সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে একটি বাদে সবগুলো জাহাজ দখল করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। বাকি একটি জাহাজ এখনো সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে। কিন্তু জাহাজটি গাজ্জার কাছে পৌঁছাতে পারেনি। এই জাহাজটিও যদি গাজ্জার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে।

দখলদার ইসরাইলের দাবি, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ৪৪টি নৌযান নিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ অন্যতম আয়োজক। আরও আছেন আমেরিকা, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img