ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের মতো ভাই-বোন। তাদের জন্য আন্দোলন হয়, অধিকার প্রতিষ্ঠার দাবি ওঠে। কিন্তু ট্রান্সজেন্ডার আলাদা, একজন পুরুষ নিজের মনে ভাবেন তিনি নারী, কিংবা একজন নারী নিজেকে পুরুষ মনে করেন। অথচ আল্লাহ তাকে যে শারীরিক অবয়ব দিয়েছেন, তা পরিবর্তন করা সম্ভব নয়। এ ধরণের চিন্তাধারা আধুনিক যুগের বড় ফিতনা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্বগেট ইসলামী বইমেলা প্রাঙ্গণে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীকে এক মনে করেন অনেকেই, কিন্তু আসলে তা নয়। হিজড়ারা তৃতীয় লিঙ্গের মানুষ, যাদের লিঙ্গগত সমস্যার কারণে ভিন্ন পরিচয় তৈরি হয়েছে। তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটি প্রাকৃতিকভাবেই ঘটে। কিন্তু ট্রান্সজেন্ডার সম্পূর্ণ আলাদা একটি বিষয়।
তিনি বলেন, অনেকেই এ বিষয়টি পরিষ্কারভাবে জানেন না। একজন পুরুষ দাড়ি-গোঁফ রাখলেও ইনজেকশন বা হরমোন পরিবর্তনের মাধ্যমে কণ্ঠস্বর বদলাতে পারে, নারীর মতো পোশাক-আশাক ও সাজসজ্জা ব্যবহার করতে পারে। কিন্তু এর মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা যায় না। তাই ট্রান্সজেন্ডারকে হিজড়া বলা সঠিক নয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী বক্তব্য দেন।