শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কারাগারে আওয়ামী লীগ নেত্রী লায়লা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আসামি লায়লা বানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

চিরিরবন্দর থানার ওসি আ. ওয়াদুদ সংবাদমাধ্যমকে বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা মাত্র তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

তিনি বলেন, রোববার ইমিগ্রেশন পুলিশ তাকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আজ সোমবার ঢাকা থেকে তাকে চিরিরবন্দর থানায় এনে আইনিপ্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img