রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

তাকমীল পরীক্ষা: মেধাতালিকায় ১ম, ২য়, ৩য় হলেন যারা

কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৫.৪৮%।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে অবস্থিত আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে বোর্ডের স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

এবার তাকমীল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল- ছাত্র ১৭,৭৪২ জন; ছাত্রী ১৪,৯৭২ জন; মোট ৩২,৭১৪ জন।

বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ১০৬টি ছাত্র ও ২১১টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন। পাসের হার ছাত্র ৮৯.৮৯%, ছাত্রী ৮০.২৫%। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১২৯৫ জন এবং ছাত্রী ১১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪৩৯৯ জন, ছাত্রী ১৬১৮ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬,৯০৭ জন, ছাত্রী ৫,৭৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩৩৪৭ জন, ছাত্রী ৪৫০১ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ১২ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩১ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মাহদী হাসান, রোল নং ৩০৩৬৫। ৯২৭ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মোঃ মারুফ হোসেন, রোল নং ০৩৭১৬। ৯২৪ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ সাখাওয়াত হোসেন রনি, রোল নং ১৫২৭৮।

৯০৬ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ মাদরাসার মোছাঃ মারজিয়া আক্তার, রোল নং ৩১৩৭৫। ৯০০ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, শেরশাহ্ সুরী রোড, মোহাম্মদপুর মাদরাসার বুশরা জান্নাত, রোল নং ১১০৯৯। ৮৮৯ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, খামার পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর মাদরাসার সামানিয়া জান্নাত, রোল নং ৩২১৩৮।

পরীক্ষার ফলাফল কীভাবে পাবেন শিক্ষার্থীরা- তা জানিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিচের সাইটে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result.

সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

উল্লেখ্য, হাইআ’র অধীনে চলতি বছরের দাওরায়ে হাদীস পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় সে মাসের ২৪ তারিখে। দু‘দিন বিরতিসহ মোট ১২ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img